
শনিবার ২৪ মে ২০২৫
আবু হায়াত বিশ্বাস: জাতগণনা নিয়ে বিরোধীদের দাবিকে মানতে বাধ্য হয়েছে সরকার। আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে এসেছে মোদি সরকার। তারপরেই বিরোধী শিবির থেকে দাবি করা হয়েছে, এবারই প্রথম নয়। বিরোধীদের চাপের কাছে বার বার মাথানত করতে হয়েছে এই সরকারকে। বদলেছে নিজেদের অবস্থান। দেশের প্রধান বিরাধী দল কংগ্রেস বলছে, বিজেপি যে কোনও নীতি, প্রকল্পের ক্ষেত্রে প্রথমে বিরোধীতা করে, সম্মানহানি করে এবং বিরোধী ও জনগণের চাপের কাছে শেষ পর্যন্ত সেগুলি মানতে বাধ্যও হয়। এটাই বিজেপি সরকারের প্যাটার্ন! জাত গণনা নিয়ে অবস্থান বদলের পর বিজেপিকে সেই কথায় স্মরণ করাচ্ছে কংগ্রেস।
শুক্রবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন,‘আসলে বিজেপি সরকারের প্যাটার্নই হল ভাল যোজনা বা নীতির বিরোধিতা করা, বদনাম করা.. এবং জনগণের চাপ এবং বাস্তবের মুখোমুখি হয় তখন পুরো পাল্টি মারে!’ বিজেপি নেতাদের জয়রাম রমেশ স্মরণ করাচ্ছেন মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের কথা। মনরেগা- নিয়ে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এটা কংগ্রেসের ‘বিফলতা কা স্মারক।’ যে প্রকল্পটিকে গোটা দুনিয়া গ্রামীণ কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের মডেল বলেছিল। সেই মনরেগা-কে উপহাস করেছিলেন প্রধানমন্ত্রী। ‘গর্ত খোড়ার প্রকল্প’ বলে কটাক্ষ করেছিলেন। এই প্রকল্পটিই করোনাকালে ত্রাতার ভূমিকা নিয়েছিল। পরবর্তীতে সরকার মনরেগায় বাজেট বাড়িয়েছিল এবং মোদিজি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছিল বলে দাবি কংগ্রেস নেতার। একইভাবে ‘আধার’ নিয়েও বিরোধিতা করেছিল বিজেপি। বলেছিল, আধার— ব্যক্তির গোপনীয়তার জন্য হুমকি এবং কেবল একটি রাজনৈতিক স্ট্যান্ট ছাড়া কিছু নয়। কিন্তু ক্ষমতায় আসার পর তারাই জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে আধারকে অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরেছে।
জয়রাম রমেশ আরও বলছেন,জিএসটি-র ক্ষেত্রেও একই অবস্থান! কংগ্রেস যখন জিএসটি নিয়ে আসার উদ্যোগ নেয়, তখন বিজেপি পুরোপুরি এর বিরোধীতা করে বলেছিল, এটা রাজ্যের স্বার্থের বিরোধী। এখন ক্ষমতায় আসার পরেই বড় কোনও বদল ছাড়াই এটি বাস্তবায়ন করে এবং তারপর এটিকে ‘গেম চেঞ্জার’ বলে নিজেদের প্রশংসা করতে শুরু করে।
কংগ্রেস নেতা বলছেন,ভর্তুকি যাতে সরাসরি মানুষের অ্যাকাউন্টে পৌঁছায়, সেজন্য কংগ্রেস ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবস্থা তৈরি করেছিল। সেই সময় বিজেপি তা প্রত্যাখ্যান করে বলেছিল, ‘এটা চলবে না।’ কিন্তু ক্ষমতায় আসতেই তারা গোটা দেশে ডিবিটি বাস্তবায়ন করে এবং ‘ডিজিটাল ইন্ডিয়ার’ ঢাক পেটাতে শুরু করে। জয়রাম বলছেন, মহিলাদের নগদ সহায়তা দেওয়ার নীতি কংগ্রেস শুরু করেছিল। বিজেপি তখন বলেছিল, এটা কেবল ঘোষণার রাজনীতি। আজ একই সরকার মহিলাদের জন্য বিভিন্ন নগদ স্থানান্তর প্রকল্প পরিচালনা করছে! ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের ‘ন্যায়পত্র’-এ যুব ন্যায়ের অধীনে ইন্টার্নশিপ, অ্যাসপেরন্টশিপের কথা বলা হয়েছিল। বিজেপি তখন কটাক্ষ করেছিল। পরবর্তীতে দেখা যায়, নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেটে এর ঘোষণাও করেছিলেন। যদিও এটা এখনও অবধি কেবল ঘোষণাতেই আটকে রয়েছে।
বিজেপিকে নিশানা করে কংগ্রেস বলছে,‘আসলে বিজেপির নেই কোনও দৃষ্টিভঙ্গি। সমস্যা সমাধানের কোন দিকনির্দেশনাও নেই। এই সরকার কেবল জনসাধারণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া, আসল বিষয়গুলি থেকে পালিয়ে যাওয়া এবং তাদের বিভাজনমূলক এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ায় বিশেষজ্ঞ। তাদের কোনও নীতি বা উদ্দেশ্য নেই - তাদের কেবল মিথ্যা, প্রচার এবং ঘৃণার রাজনীতি রয়েছে।’
সাপের কামড়ে ৪৭ জনের মৃত্যু ২৮০ বার! কোটি কোটি টাকা আত্মসাৎ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর দুর্নীতি
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!
দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর